বিএনপিকে নয়াপল্টন ও আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি ডিএমপির
- আপডেট সময় : ০৭:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে এবং বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুড়ে দেয়া হয়েছে ২৩টি শর্ত। সেই সাথে মানতে হবে ডিএমপির নির্ধারণ করে দেয়া সীমানা। বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে অনুমতি প্রদানের কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। কর্মদিবসে জনগোভাগান্তি এড়াতে সমাবেশ না করায়, দু’দলের প্রতিই কৃতজ্ঞতা জানান তিনি। বড় দু’টি দলের কর্মসূচিকে ঘিরে তৃতীয় পক্ষ যেনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য বিজিবিসহ পর্যান্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হবে বলেও জানান খন্দকার গোলাম ফারুক।
বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ও পাল্টা সমাবেশে সরগরম রাজনীতির মাঠ। দু’দলের সমাবেশকে ঘিরে নিরাপত্তা বলয় নিয়ে শঙ্কায় ঢাকা মেট্টোপলিটন পুলিশ। সমাবেশস্থলের অনুমতি নিয়েও বিএনপি ও ডিএমপির মধ্যে চলে নানা হিসেব নিকেশ।
ডিএমপির পরামর্শ আমলে নিয়ে বিএনপি বৃহস্পতিবারের পরিবর্তে একদিন পিছিয়ে শুক্রবার মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা দিলে, আওয়ামী লীগও তাদের কর্মসূচিতে পরিবর্তন আনে।
বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে সংকটে পড়ে ডিএমপি। অবশেষে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, ডিএমপির মিডিয়া সেন্টারে জরুরী সংবাদ সম্মেলনে, বিএনপি ও আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেয়ার কথা জানান ডিএমপি কমিশনার।
সমাবেশের অনুমতির সঙ্গে তিনি ২৩টি শর্ত জুড়ে দেয়ার কথাও জানান।
রাজনৈতিক দলেন নেতাকর্মীরা লাঠি সোটা ও ব্যাগ নিয়ে সমাবেশে প্রবেশ না করার আহবান জানান ডিএমপি কমিশনার।
মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর হোটেল ও বাসা-বাড়ী থেকে বিএনপির নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান খন্দকার গোলাম ফারুক।