বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সরকার সব ধরনের তৎপরতা শুরু করেছে : ফখরুল
- আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৭১৯ বার পড়া হয়েছে
বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সরকার সব ধরনের তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ইচ্ছে করে আওয়ামী লীগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার পুরানো কায়দায়, গুম নির্যাতনের মাত্রা আবারও বাড়িয়েছে।
সরকার আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে সব ধরনের শক্তি প্রয়োগ করে প্রাক নির্বাচনী তৎপরতা শুরু করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, নয়াপল্টনে জাতীয়তাবাদী তাঁতি দলের মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একতরফা নির্বাচনের নীল নকশা করছে সরকার।
নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভির আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন আহবায়ক আবদুস সালাম।