আমেরিকা বা ভারতের সঙ্গে ক্ষমতাসীনদের কোন সমঝোতাই হয়নি : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা বা ভারতের সঙ্গে ক্ষমতাসীনদের কোন সমঝোতাই হয়নি। নয়াপল্টনে বিএনপির অনশন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, গোটা বিশ্ব তাদের ক্ষমতা থেকে সরে গিয়ে সুষ্ঠু-অবাধ নির্বাচনের কথা বলছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দুর্বার আন্দোলনের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন । গণঅনশনের অংশ নিয়ে সমমনা দলের নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে বিদেশে নেয়ার সুযোগ দিচ্ছে না সরকার।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অনশন কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত। অনশনে অংশ নেন দলের হাজারো নেতা-কর্মীরা।
সংহতি প্রকাশ করে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা।
বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা….. সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রধান অতিথির বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করেই নির্বাচন নিয়ে ভাববে দলটি। খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে, এ কারণে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংখ্যালঘুদের কথা মাথায় রেখে পূজার সময় কঠোর কর্মসূচি দিচ্ছে না বিএনপি জানান মহাসচিব।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, প্রফেসর মাহবুব উল্লাহ ও অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ স্থায়ী কমিটির সদস্যদের জুস খাইয়ে অনশন ভাঙ্গান