বিএনপির অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগণ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাক্সিন নিয়েও বিএনপির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তিনি বলেন, বিএনপি ভ্যাক্সিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিলো তা সফল হয়নি। আর তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ- জনগণের পাশাপাশি বিএনপি নেতাদেরকেও প্রকাশ্যে টিকা নেবার আহ্বান জানান।
সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী” উপলক্ষে আলোচনা সভায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে হবে।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের রাজনীতিতে সংকটে পড়েছে বিএনপির আন্দোলন।
এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা অপপ্রচার চালিয়ে এখন তারাও টিকা নিচ্ছে।
টিকা নেয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।