বিএনপির অভিযোগে আওয়ামী লীগ ও সরকার কখনোই জনবিচ্ছিন্ন হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিএনপির অভিযোগে আওয়ামী লীগ ও সরকার কখনোই জনবিচ্ছিন্ন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে নিজ বাসভবনে গণমাধ্যমে দেয়া নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক- তাকে আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না সরকার। জনগণ নাকি সরকারের পাশে নেই– মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সম্পাদক বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনেই তা প্রমাণিত হবে।