বিএনপি’র আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই নির্বাচনের আগেই হেরে যায়: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিএনপি’র আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই নির্বাচনের আগেই হেরে যায় তারা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। সরকার বিএপিকে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকায় দেখতে চায় বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি গনতন্ত্রকে সংকটে ফেলতেই বিএনপি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলো।
এ সময় বিএনপি’র রাজনীতিকে কচ্ছপের সাথে তুলনা করে দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এছাড়া, করোনা মোকাবিলার পাশাপাশি আর্থসামাজিক অবস্থা ও বসবাস উপযোগী ধারা বজায় রাখতে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ২০ টি দেশের মধ্যে রয়েছে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।