বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
- আপডেট সময় : ১০:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গণতন্ত্র ও ভোটাধিকারসহ নানা সংকট উত্তরণে বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা হবে। দুপুরে ঢাকার তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংলাপ শেষে এসব কথা বলেন উভয় দলের নেতারা। আন্দোলন সফল হলে সবাইকে নিয়ে সরকার গঠনের কথাও জানান বিএনপি মহাসচিব ।
সরকার বিরোধী আন্দোলনে বৃহত্তর ঐক্য গড়তে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি।
রাজধানীর তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে, চলমান সংকট উত্তরণে বিএনপির সঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ।
এর আগে নাগরিক ঐক্য, লেবার পার্টি ও গণসংহতি আন্দোলনের সঙ্গে ধারাবাহিক সংলাপে একই সিদ্ধান্তে সম্মত হয় বিএনপি। পর্যাক্রমে সরকার বিরোধী বাকি দলগুলোর সাথে সংলাপে বসবে দলটি।
এর আগে সকালে, প্রেসক্লাবে কৃষক দলের আলোচনায় মির্জা ফখরুল বলেন, যারা দেশের জন্য অবদান রেখেছে, তাদেরকে অসম্মান করছে আওয়ামী লীগ।
ব্যর্থ সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।