বিএনপির কাছে মুক্তিযুদ্ধের চেতনা এখন স্বার্থ হাসিলের হাতিয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিএনপির কাছে মুক্তিযুদ্ধের চেতনা এখন স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে দেয়া নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি এখন অপরাজনীতির সকল উপাদানে ভরপুর। মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছেও স্পষ্ট বলে জানান ওবায়দুল কাদের।