বিএনপির কালো পতাকা কর্মসূচি অবৈধ : কাদের
- আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বিএনপির কালো পতাকা কর্মসূচি অবৈধ। অনুমতি না নিয়ে রাজপথে ফ্রী স্টাইলে কর্মসূচি দিলে সরকার চুপচাপ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির কালো পতাকা কর্মসূচির পক্ষে দেশের জনগণের সমর্থন নেই। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন হতাশায় নিমজ্জিত, তারা এখন পথহারা পথিকের মতো দিগবিদিক হাঁটছে। সংসদ ফাংশনাল হবে না
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, সংসদ ফাংশনাল না হলে জিএম কাদের কেন আসলেন। স্পীকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যে নিয়ম লঙ্ঘন করে জিএম কাদের তুলকালাম কান্ড ঘটিয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার অ্যাকশনে আছে উল্লেখ করে, যারা সিন্ডিকেট করবে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।