বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিকে অবৈধ : কাদের
- আপডেট সময় : ০৬:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিকে অবৈধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনুমতি না নিয়ে রাজপথে ফ্রী স্টাইলে কর্মসূচি দিলে চুপচাপ বসে থাকবে না সরকার। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি শুধু খুনি, সন্ত্রাসী দল নয়, তারা এখন জালিয়াত রাজনৈতিক দল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কালো পতাকা কর্মসূচির পক্ষে দেশের জনগণের সমর্থন নেই। আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হতাশায় নিমজ্জিত তারা। দ্বাদশ জাতীয় সংসদ ভারসাম্যহীন’ বিরোধী দলীয় নেতা জি এম কাদেরের এমন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটদের ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।
রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্ক মাঠে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত, ১৯৯৪ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের পরদিন আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে নৃশংসভাবে হত্যাকান্ডের স্মরণে আলোচনা, মিলাদ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, টিআইবির রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আন্দোলনের নামে বিএনপির বিএনপি কর্মসুচীর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। সংসদ অধিবেশনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়াসহ ৮০ দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণের মধ্যদিয়ে সরকার এবং সংসদের বৈধতা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।