বিএনপির গণসমাবেশ প্রমাণ করে, পরিবহন ছাড়াও আন্দোলন করা যায় : আমীর খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১৮৬০ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির গণসমাবেশ প্রমাণ করেছে পরিবহন ছাড়াও আন্দোলন করা যায়।
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দলের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশের সকল পরিবহন আওয়ামী লীগের দখলে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কোনো দলের নয়, মনে হচ্ছে রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম।
বিএনপির সাথে জনগণ রয়েছে বলেই আন্দোলনে যোগ দিতে পরিবহন লাগেনি। এসময় আইএমএফের ঋণ নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে সরকারের সব কর্মকান্ডের হিসাব রাখা হচ্ছে।
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে সবকিছরু বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনে বাংলাদেশের রূপান্তর মূলক সংস্কারের সকল চিত্র তুলে ধরা হবে বলে জানান আমীর খসরু।