বিএনপির গণ-অভ্যুত্থান দিবাস্বপ্ন : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিএনপির গণ-অভ্যুত্থান, দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ দূরে থাক, শীর্ষ নেতৃত্বের প্রতিই তাদের কর্মীদের কোন আস্থা নেই। সকালে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী ও লুটপাটে বিশ্বাসী একটি রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সোমবার সকালে আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক উপকমিটি আয়োজিত “জাতির পিতার হত্যাকান্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র ” শিরোনামের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরকার নাকি জনবিচ্ছিন্ন, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তাদের বাস্তবতা বোঝার সক্ষমতাও এখন নেই।
এসময় গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় একুশে আগস্টের গ্রেনেড হামলা ও ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করেন তিনি।
আলোচনায় অংশ নেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং আইভি রহমান পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা।