বিএনপি’র গলাবাজিতে সরকার কখনোই জনবিচ্ছিন্ন হবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপির গলাবাজিতে আওয়ামী লীগ ও সরকার কখনোই জনবিচ্ছিন্ন হবে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে দেয়া নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না সরকার। জনগণ নাকি সরকারের পাশে নেই,মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন পরবর্তী সাধারণ নির্বাচনেই তা প্রমাণিত হবে।