বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি : খন্দকার মহিদ উদ্দিন
- আপডেট সময় : ০৬:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন। বলেন ,নির্বাচন কমিশনারের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিবে ডিএমপি ।দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ।
৩০ নভেম্বর দ্বাদশ সংসদীয় নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় লক্ষ্য করে দুষ্কৃতিকারী ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই রমনা থানার পুলিশ সদস্যরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শেষে পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহব্বায়ক শফিকুলসহ চার জনকে গ্রেফতার করে রমনা মডেল থানা পুলিশ। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃতরা বিএনপি রাজনৈতির সাথে যুক্ত, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ ঢাকার ২১টি স্থানে ককটেল ও অগ্নিসংযোগের সাথে যুক্ত। বিএনপির মানববন্ধন কর্মসূচি সম্পর্কে খন্দকার মহিদউদ্দিন জানান, তফশিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে সহায়তায় কাজ করছে সব সংস্থাগুলো। জানান, যে কোন কর্মসূচির ক্ষেত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাহী বিভাগের সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সে বিষয়ে সতর্ক থেকেই কাজ করবে ডিএমপি।