বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। বিকেল ৪টার মধ্যে দাখিল করতে হবে।
নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানান, অফিস সময়ের পরে মনোনয়নপত্র জমা নেয়া হবে না। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। ভোট হবে ইভিএমে। গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তারপরই ছয় আসনে উপ-নির্বাচনের তফসিল দেয় ইসি। সংরক্ষিত আসনটির নির্বাচন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে ইসি। ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, ৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন হবে।