বিএনপির তত্ত্বাবধায়কের দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না : কাদের
- আপডেট সময় : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি।
আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ-বিদেশে ওয়ান ইলেভেনের কুশীলবরা এখন আবার সক্রিয় হয়েছে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, বিশ্বের বহু দেশের তুলনায় এখনো ভালো আছে বাংলাদেশ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ ছিল না। গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনও করতে পারেনি তারা।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলব আর বিএনপি একজোট হয়ে দেশকে অস্থিতিশীল করে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত, এটা এখন তারা বুঝে গেছে বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।