বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ঝালকাঠির রাজাপুরে থমথমে পরিস্থিতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ঝালকাঠির রাজাপুরে থমথমে পরিস্থিতি। আ’লীগ-বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষে আহত অন্তত ৫ জন।
দুপুরে উপজেলার বাগড়ি এলাকায় ছাত্রলীগ এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় এবং ইটপাটকেল নিক্ষেপে স্থানীয় এসআই মামুনসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ করে উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে বিএনপি। এদিকে, প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে সকালে পাল্টা কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। উভয়পক্ষ অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়।