বিএনপির ধ্বংসাত্মক অপরাজনীতির ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক অপরাজনীতি সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ীতে আওয়ামী লীগের জনসভায় এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে নৌকার প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে জনগণের ভাগ্য পরিবর্তন হয়, কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই তাঁর সরকারের প্রধান লক্ষ্য।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতাবাড়ী জনসভাস্থলে পৌঁছেই ১৫টি প্রকল্পের উদ্বোধন এবং ৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে কানায় কানায় পূর্ন হয়ে উঠে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পাশে থাকা টাউনশিপ মাঠ। আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্পগুলোকে স্থানীয় জনগনের জন্য উপহার বলে মন্তব্য করেন সরকার প্রধান।
লবন চাষী এবং জেলেদের জীবন মান উন্নয়নে নিজ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই জনগনের ভাগ্যের পরিবর্তন হয়।
অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো শেষ করার জন্য আবারো নৌকায় মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি।
জনসভা শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ব্লু -ইকোনোমির গুরুত্ব তুলে ধরে নিজ সরকারের দূরদর্শী ভাবনার কথা জানান সরকার প্রধান।
পরে দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ীর প্রথম টার্মিনালের নির্মাণ কাজ এবং বন্দর চ্যানেলের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।