বিএনপি’র নাটোরে ৪শ’ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নাটোরে ৪শ’ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
সকালে সদর উপজেলার চৌরী এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, করোনা সংকট মোকাবেলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। করোনাকালীন চিকিৎসা সংক্রান্ত সামগ্রিক ব্যবস্থাকে সেনাবাহিনীর মেডিকেল টিমের ওপর ছেড়ে দেয়ার আহবান জানান তিনি। এসময় বিএনপি নেতা রফিকুল ইসলামসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে একের পর এক সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও পুলিশসহ সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।