বিএনপির নেতৃত্বকে কবর দিতেই ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছে: গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বিএনপির নেতৃত্বকে কবর দিতেই ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক স্মরণসভায় একথা বলেন তিনি। ২১ আগস্টের ঘটনা শেখ হাসিনাকে হত্যার চক্রান্তে সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বের কবর দেওয়ারও ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বলেন, রাজনৈতিক অস্ত্র হিসেবে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। আর ঘটনায় জড়িত প্রকৃত প্রকৃত দোষীরা এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে বলেও দাবি করেন তিনি। ক্ষমতায় থাকাকালে নিজ সরকারের ভুল-ভ্রান্তির কথা উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মনের ইচ্ছায়-অনিচ্ছায় সরকারে থাকতে ভুল-ভ্রান্তির সৃষ্টি হয়। যার খেসারত দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।