বিএনপির নেতৃত্বে পরিবর্তনের আহ্বান হানিফের
- আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিএনপিকে একটি অগণতান্ত্রিক দল উল্লেখ করে তাদের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে উৎখাত করতে গিয়ে বিএনপি নিজেরাই উৎখাত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
রোববার জাতীয় প্রেসক্লাবে বিশ্বশান্তি ও মানবাধিকার সংঘ বাংলাদেশ আয়োজিত বঙ্গবন্ধুর দর্শন শক্তি ও নম্রতার সমন্বয় শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।এ সময় বিএনপিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলনের কৌশল শেখার আহ্বান জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।
এ সময় দেশের গণতন্ত্র ও গণঅভ্যুথানের মাধ্যমে সরকারকে উৎখাত করা নিয়ে বিএনপির নেতাদের সমালোচনাও করেন তথ্যমন্ত্রী।
এর আগে সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁর পরিবারের সদস্যরা।