বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করলেন প্রদ্যুৎ কুমার
- আপডেট সময় : ০৩:১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৮৮২ বার পড়া হয়েছে
দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রদ্যুৎ কুমার তালুকদার।
শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে স্থানীয় কল্যাণী বাজারে প্রদ্যুৎ কুমার তালুকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রদ্যুৎ কুমার তালুকদার। সমাবেশে সুমন পুরকায়স্থের সঞ্চালনায় ও প্রবীন আওয়ামী লীগ নেতা অবিনাশ দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা কানু লাল দাস, ছাত্রলীগ নেতা পিক্লু দাস, দিরাই উপজেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চয়ন তালুকদার, করিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রতন সুত্রধর, দিরাই কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিটু তালুকদার দিপু, সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা পিযুষ তালুকদার, রফিনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রহমত আলী, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, ‘সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। হরতালের নামে বিএনপি-জামায়াতে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে।
প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হরতালের নামে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে মুজিব আর্দশের সৈনিকরা হাত গুটিয়ে বসে থাকবে না। মাঠে থেকে এদের প্রতিহত করা হবে।’
তিনি বলেন, এই দেশ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। তাই আগামী নিবাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রদ্যুৎ কুমার।