বিএনপির প্রতিরোধ-প্রতিশোধের কথা সহিংসতার প্রতিই ইঙ্গিত করে : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ১৮৬৯ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিরোধ-প্রতিশোধের কথা সহিংসতার প্রতিই ইঙ্গিত করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির কোন সমাবেশে এখন আওয়ামী লীগ হামলা করেনি। ভবিষ্যতেও এ ধরণের আচরণ তার দল করবে না বলেও জানান ওবায়দুল কাদের। তবে গায়ে পড়ে হামলা হলে আওয়ামী লীগের কর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করে যেনো জনগণের জান-মালের ক্ষতি না করে সে জন্য আওয়ামী লীগও অব্যাহত কর্মসূচি দিয়ে আসছে। বিএনপির কর্মসূচি আর বিদেশীদের তৎপরতায় সরকার কোনো চাপ অনুভব করছে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।