বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই ১৫ আগষ্টের মাষ্টার মাইন্ড : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৮৪৪ বার পড়া হয়েছে
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই ১৫ আগষ্টের মাষ্টার মাইন্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণ সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন,আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে বার বার আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়।আওয়ামী লীগ হত্যার ষড়যন্ত্র করে এমন প্রমাণ বাংলাদেশের ইতিহাসে কেউ দেখাতে পারবে না। সেতুমন্ত্রী বলেন, বিএনপি ও তার দোসরা আওয়ামী লীগের অস্তিত্বের বিরুদ্ধে।আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে তারা এখনো সরে আসেনি।এই অপশক্তি, খুনি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, ভোট চোর ও অপরাধী চক্রদের স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই।এই দেশ নয় তাদের দেশ পাকিস্তান-আফগানিস্তান।