বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কল্যাণে স্বাধীনতা বিরোধীরা দেশে মন্ত্রী-জনপ্রতিনিধি হয়েছে
- আপডেট সময় : ০৭:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কল্যাণে স্বাধীনতা বিরোধীরা দেশে মন্ত্রী-জনপ্রতিনিধি হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না, তাদের রাজনীতি বন্ধ হওয়া দরকার। অন্যদিকে, আওয়ামী লীগের আরো বেশ কয়েকজন শীর্ষ নেতারা বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র করে গেছেন।
সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না, তাদের রাজনীতি বন্ধ হওয়া দরকার।
মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই স্বাধীনতা বিরোধীরা জাতির পিতাকে অস্বীকার করে। এদিকে, বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যেগে ১৫ আগষ্ট উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দলের শীর্ষ নেতারা বলেন, জিয়াউর রহমান ছিল মুক্তিযুদ্ধের মূল ষড়যন্ত্রকারী।
অন্যদিকে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যেগে এক আলোচন সভা ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর আদর্শে দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান নেতা কর্মীরা।