বিএনপির বিরুদ্ধে মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত বলে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিএনপির বিরুদ্ধে মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি অভিযোগ করেন, ক্ষমতার মোহে বিএনপি জন্মলগ্ন থেকে ধারাবাহিকভাবে মানবতাবিরোধী অপরাধ করেই আসছে। সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যুক্ত হন। এসময় তিনি আরো বলেন, মুখে গণতন্ত্রের কথা বলে অ-গণতান্ত্রিক ও জঘন্য কাজ করে বিএনপি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। অযথা দূতাবাসে দূতাবাসের ছুটোছুটি করে গোপন সভা করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে কোন লাভ নেই। স্থানীয় রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।