বিএনপির ভাঙাহাট আর জমবে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিএনপির ভাঙাহাট আর জমবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর জাতীয় জাদুঘরে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনেও আওয়ামী লীগই বিজয়ী হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে, মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি।
বিএনপি’র রাজনৈতিক তৎপরতা সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এতে যোগ দিয়ে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, দেশের উন্নয়নে খুশি নয় বলেই, বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার রাজনীতি গণমানুষের জন্য।