বিএনপির মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র
- আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপির মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যে কোন অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। এ সময় বিএনপি কোটি কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে উল্লেখ করে অপরাজনীতি পরিহার করে বিএনপিকে জনগণের জন্য রাজনীতি করার আহবান জানান সেতুমন্ত্রী
শুক্রবার বিকেলে পৌর নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, যে কোন শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানায়। কিন্তু সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে তা দমন করবে সরকার।
বিএনপি কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে উল্লেখ করে অপরাজনীতি পরিহার করে জনগণের জন্য রাজনীতি করারও আহবান জানান সেতুমন্ত্রী। আল জাজিরার মিথ্যা অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না, কারণ জনগণ অপপ্রচারের বিপরীতে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছে বলে দাবি করেন তিনি।