আওয়ামীলীগ ও বিএনপি’র মহা সমাবেশকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা
- আপডেট সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
আওয়ামীলীগ ও বিএনপি’র মহা সমাবেশকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনার পারদ। উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। সমাবেশে যোগ দিতে ঢাকামুখি এখন নেতাকর্মী, সমর্থকরা। বগুড়া থেকে বাস, মাইক্রো বাস ,ট্রেনে এখন উপচে পড়া ভিড়। সিট খালি নেই কোথাও।
নেতাকর্মী আর সমর্থকদের ঢল নেমেছে। গণপরিবহন বন্ধের আশঙ্কা করলেও চলছে স্বাভাবিকভাবে। বাস, ট্রেন, কার, মাইক্রোবাস মোটরসাইকেলে করে ছুটছে সবাই ঢাকায়। শনিবার ঢাকায় সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি মহাসমাবেশ। অন্যদিকে, শান্তি আর উন্নয়ন সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে তৎপর দুদলই।
পাল্টা -পাল্টি কর্মসূচিকে ঘিরে সহিংসতার আশঙ্কায় উদ্বিগ্ন সাধারন মানুষ। দুশ্চিন্তা বাড়ছে সকলের। খোঁজখবর নিচ্ছেন ঢাকায় থাকা প্রিয়জনদের।
পথে পথে বিএনপি নেতাকর্মীদের বাধা, তল্লাশি ও গ্রেপ্তার করা হচ্ছে, অভিযোগ করলেন বিএনপির এই নেতা।
রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে যেন সহিংসতা কিংবা কোন প্রাণহানি না ঘটে এমনই প্রত্যাশা সকলের।