বিএনপির রাজনীতিতে সাম্প্রদয়িকতাকে বেশি গুরুত্ব দেয়া হয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির রাজনীতিতে সাম্প্রদয়িকতাকে বেশি গুরুত্ব দেয়া হয় জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালি না বাংলাদেশী সেটা নিয়েই দিধা-দ্বন্দে রয়েছে তারা।
বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি.আর দত্ত বীর উত্তমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। এ সময় ধর্মব্যবসায়িরা নিজেদের স্বার্থেই ধর্মের অপব্যাখ্যা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। এই দেশে সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার রয়েছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়কে তাদের অধিকার আদায়ে সচেতন থাকার পরামর্শও দেন তিনি। এছাড়া কোন অসাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না বলেও জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।