বিএনপির রাজনীতি প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বিএনপির রাজনীতি কতটা প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ তা অবর্ণনীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার বড় মন আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন। সকালে বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিকে, স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, হাওয়া ভবনের কুশীলবরা দেশে ও দেশের বাইরে অপরাজনীতিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
বুধবার সকালে সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ১৫ই আগষ্ট বেগম খালেদা জিয়ার ভূয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে বিএনপি।
এদিকে, রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের যে কোন অপরাজনীতিবিদদের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে, এক হাজার কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।