বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সরকার সহায়তা দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সরকার সহায়তা দিচ্ছে। ইন্টারনেট নিয়ন্ত্রণ ও মোবাইলে তথ্য যাচাইয়ের অভিযোগও ভিত্তিহীন বলে জানান তিনি। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর, একমাত্র বাংলাদেশেই রাজনীতির নামে একটি রাজনৈতিক দল মানুষ পোড়ানোর রাজনীতি করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব’র ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এসময়ে ক্র্যাব সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
সভা-সমাবেশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের বিষয়ে বিএনপি’র দাবির প্রতিক্রিয়া জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, একটি দল নিজেদের স্বার্থে জ্বলাও পোড়াও এর রাজনীতি করছে।
বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রিপোর্টিং করে মজুতদারদের মুখোশ উন্মোন করাও আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।