বিএনপির সভা-সমাবেশে জনস্রোত দেখে আ’লীগ দিশেহারা হয়ে পড়েছে : রিজভী
- আপডেট সময় : ০৬:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৮৫১ বার পড়া হয়েছে
বিএনপির সভা-সমাবেশে জনস্রোত দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামীতে আন্দোলনের গতি-প্রকৃতি আরও তীব্র হবে জানিয়ে তিনি অভিযোগ করেন, সরকার বিএনপির সভা-সমাবেশ বানচালে নানামুখী চক্রান্ত চালাচ্ছে। এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মতিঝিলে হেফাজতের আন্দোলনে যে সরকার ব্যাপক তাণ্ডব চালিয়েছে, তা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে প্রমাণিত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানের এসব কথা বলেন তারা।
রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যান পরিষদে প্রয়াত ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ সভায় যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের আন্দোলনে সরকারের পাগলপ্রায় অবস্থা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে একদফা দাবিতে সারাদেশ উত্তাল হয়ে উঠেছে। বুধবারের সমাবেশ ঘিরে সরকার নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে- অভিযোগ করে, এতে কাউকে বিভ্রান্ত না হতে আহ্বান জানান রুহুল কবির রিজভী।