২৮ অক্টোবর বিএনপির সমাবেশে রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ নষ্ট করলে তা মোকাবিলা করা হবে : র্যাব পরিচালক
- আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
পূজা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। জানালেন রেবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দুপুরে রাজধানীর বনানী পূজামন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকালে তিনি জানান, বিসর্জনের সময়ও পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এদিকে, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ নষ্ট করলে তা মোকাবিলা করা হবে বলে জানান রেব পরিচালক।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।
এরই অংশ হিসেবে ঢাকার বনানী পূজামন্ডপ পরিদর্শন করতে যান রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সারাদেশে পুজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান তিনি।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, একটি স্বার্থন্বেষী মহল গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলা করায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া, স্বার্থন্বেষী মহল যাতে কোনোভাবে ফায়দা লুটতে না পারে সেজন্য রেবে ও মন্ডপের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কাজ করতে বলেন তিনি। মঙ্গলবার প্রতিমা বিসর্জনের সময়েও পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার কথা জানান মঈন।
২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃংখলা বাহিনী। কথা বলেন সেই প্রস্তুতি নিয়েও।
রাজনীতি দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা নেই বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।