বিএনপির সমাবেশে পুলিশী হামলা পূর্ব পরিকল্পিত : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপির সমাবেশে পুলিশী হামলা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উৎপীড়নের মধ্যেও বিএনপির সভা-সমাবেশে জনতার ঢল দেখে সরকার ভীত ও দিশেহারা হয়ে হামলা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সারা জীবন ক্ষমতায় থেকে লুটপাট চালালেও আওয়ামী লীগের সাধ পূরণ হবে না বলে মন্তব্য করেন তিনি। এসময় রিজভী আরো বলেন, যে কোন দিন এ সরকারের পতনের সংবাদ শোনা যাবে। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন রিজভী। সমাবেশে দলের শতাধিক নেতাকর্মী আহতের পাশাপাশি অনেকে কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। দেশ-বিদেশে ক্ষমতাসীনদের কুকীর্তি ঢাকতে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিতেই পুলিশকে লেলিয়ে দিয়েছে সরকার।