বিএনপির সিনিয়র নেতারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না : মির্জা আব্বাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৯০১ বার পড়া হয়েছে
বিএনপির যে-সব সিনিয়র নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সকালে রাজধানীর শাজাহানপুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা আব্বাস অভিযোগ করেন, সবসময় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার গ্রেপ্তার আতঙ্কে থাকতে হচ্ছে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতাদের। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন কখনও থেমে থাকবে না জানিয়ে তিনি বলেন, আন্দোলন চলমান থাকবে। জেলখানায় বিএনপির প্রবীণ নেতাদের কারাগারের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। রমজানকে সামনে রেখে দেশের মানুষ স্বস্তিতে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও দাবি করেন মির্জা আব্বাস।