বিএনপির সিরিজ বৈঠক ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ
- আপডেট সময় : ০৭:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির সিরিজ বৈঠক ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কাছে দেশের গণতন্ত্রও এখন নিরাপদ নয়। আর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর খুনীর কবর সংসদ চত্বরে থাকতে পারে না। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে শুক্রবার ঢাকার বাসভবন থেকে ভিডিও কন্ফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন।
বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে সিরিজ বৈঠক নিয়েও কথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির এক সেমিনারে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী। কথা বলেন, সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণ প্রসঙ্গে।
এদিকে সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী । পরে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে বিএনপি। এছাড়া সকালে বঙ্গবন্ধু এভিনিউতে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কার-ক্রাউন জুয়েল সম্মানে ভুষিত করায় কৃষকলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীসহ নেতাকর্মীরা।