বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা
- আপডেট সময় : ০৬:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। শনিবারের সমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তবে, বিভাগের লাখাইয়ে সংঘর্ষের পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলা নেতাদের দাবি, এখন আর গ্রেফতারকে কেউ ভয় পায় না। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত নেতাকর্মীরা।
নয় বছর পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সমাবেশ ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী। মিছিল, মিটিংয়ে সরব হয়ে উঠছে সমাবেশ এলাকা।
সমাবেশস্থলে সিলেটের অন্য তিন জেলার নেতাকর্মীদের রাত্রিযাপনের জন্য প্যান্ডেলের ব্যবস্থাও করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। এই সমাবেশ অতীতের সব রেকর্ড ভাঙবে বলে আশা করছেন সিলেট মহানগর বিএনপির নেতারা।
এদিকে, স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গণসমাবেশ বানচালে আওয়ামী লীগ ও পুলিশ একসঙ্গে কাজ করছে। তারই ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজার, হবিগঞ্জ ও মৌলভীবাজারে গণসংযোগে বাধার সৃষ্টি করছে।
গণসমাবেশকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখাইসহ বিভাগের কয়েকটি স্থানে হামলা ও সংঘর্ষের মামলায় বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গণসমাবেশের দিনে এবারও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদকের দাবি ধর্মঘটের দিনক্ষণ আগেই ঠিক করা ছিল। অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে এই ধর্মঘট ৪৮ ঘন্টার জন্য পালিত হবে।
অন্যদিকে, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজহার আলী শেখ জানান, গণসমাবেশ ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে। বিশৃঙ্খলা মোকাবিলায় আওয়ামী লীগও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।