বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ কাল

- আপডেট সময় : ০২:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ কাল। প্রস্তুতি তদারকি করছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। গতকাল রাতেই সিলেটের সমাবেশস্থলে পৌঁছেছেন হাজারও মানুষ।
নেতাকর্মীরা জানান, পরিবহন ধর্মঘট ও পথে পথে বাধা দেয় হবে, এমন আশঙ্কায় আগেই সিলেট পৌঁছেছেন তারা। সব বাধা উপেক্ষা করেই গণসমাবেশে সফল করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
এদিকে ভোর থেকে পরিবহন ধর্মঘট চলছে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। কাল পরিবহন চলাচল বন্ধ থাকবে সিলেটে।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সমাবেশস্থল সরকারি আলিয়া মাদরাসা মাঠে জড়ো হয়েছেন দলটির হাজারো নেতাকর্মীরা।
আশপাশের কয়েকটি জেলায়, পরিবহন ধর্মঘট থাকায় বৃহস্পতিবার রাতেই সুনামগঞ্জ, মৌলভীবাজার থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন। সেখানেই তাঁবু খাটিয়ে রাত্রিযাপন করেন তারা।
পরিবহন ধর্মঘট ও পথে বাধার আশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছানোর কথা জানান তারা।
গণসমাবেশের প্রস্তুতি তদারকিতে আছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, লোকসমাগম ঠেকাতে সরকারের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে।
তবে, যেসব দাবিতে কর্মসূচি ডাকা হয়েছে সব বাধা পেরিয়ে তা সফল হবে, বলছেন স্থানীয় নেতাকর্মীরা।