বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই এক এগারোর সরকার এসেছিল : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দেশের মানুষকে ধোঁকা দিতেই এক-এগারোর সরকার খালেদা জিয়াকে গ্রেফতার করেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রকৃতপক্ষে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই এক এগারোর সরকার এসেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে মাইনাস করা।
দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাইনাস ফর্মুলার উত্তরে তিনি এসব কথা বলেন। প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ছয় মাসের জন্য মুক্তি দিয়ে বর্তমান সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে– দু’টিই তুলনাহীন বলেও জানান ড. হাছান মাহমুদ।