বিএনপির হরতালে দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
- আপডেট সময় : ১০:৩৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৬১০ বার পড়া হয়েছে
নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা ।
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিলে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। গেলো রাতে নগরীর নওমহল মোড় থেকে মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে মশাল মিছিল নিয়ে নতুন বাজার মোড়ের কাছাকাছি গেলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে..ময়মনসিংহে চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল মহানগরে হরতাল সমর্থনে মশাল মিছিল করে বিএনপি। এসময় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় এলাকাবাসি ধাওয়া দিয়ে শাহীন নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রাচত্বরসহ ৪ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হন। গতরাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পায়রা চত্বরে বিকট শব্দে ২ টি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ২ পথচারী আহত হন।