বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
- আপডেট সময় : ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ৪২ বছরে পা রাখলো দলটি। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি। নানা চড়াই-উতরাই পেরিয়ে একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় দলটি। কিন্তু দেড় বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। নেতাদের দাবি, সঠিক পথেই রয়েছে বিএনপি। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং খালেদা জিয়াকে মুক্ত করতে শিগগিরই ঘুরে দাঁড়াবে দলটি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর, ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর তৎকালিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি। পরের বছর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে ২০০ আসনে বিজযী হয় বিএনপি । জিয়াউর রহমান চালু করেন বহুদলীয় গনতন্ত্র। তার ১৯ দফা সারা ফেলে সাধারন মানুষের মধ্যে।
১৯৮১ সালের ৩০ মে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন জিয়াউর রহমান। এরপর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসে দলটি। কিন্তু ২০০৭ সালের ওয়ান ইলেভেন সরকারের আমলে আবারো সঙ্কটে বিএনপি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। প্রতিষ্ঠার পর এবারই প্রথম সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় দলটি।
দীর্ঘদিন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অনেকটাই টালমাটাল। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা মামলায় বিপর্যস্ত।তবে নেতারা বলছেন ভিন্ন কথা। আবারও জোরদার আন্দোলন শুরুর কথা বলেন তারা। বিএনপি সব সময় গনতন্ত্রের পথে থেকেই জনগনের অধিকার আদায় করবে বলেও জানান দলের স্থায়ী কমিটির এই দেই নেতা।