বিএনপির ৬০ লাখ বন্দী নেতাকর্মীর তালিকা দিতে ফখরুলকে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ
- আপডেট সময় : ০৬:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
৬০ লাখ নেতাকর্মী বন্দি রয়েছে বিএনপির মহাসচিবের এমন বক্তব্যকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তালিকা প্রকাশ করুন, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের জনগণ বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয়নি। শক্তি-সামর্থ্য হারানো বিএনপি ভবিষ্যতেও আর আন্দোলন করতে পারবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনের পর দেশের রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নববর্ষ উদযাপন নিয়ে বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা পহেলা বৈশাখকে অস্বীকার করে, তারা বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করে।
বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দেন তিনি। সমালোচনা করেন তাদের সরকার পতন আন্দোলনের।
মুক্তিযুদ্ধে বিএনপির কোনো ভূমিকা ছিল না দাবি করে সেসময় মেজর জিয়াউর রহমান প্রকৃত পক্ষে কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেই তথ্য জানা নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।