বিএনপি অরাজকতা করে নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না : আ’লীগ নেতারা

- আপডেট সময় : ০৬:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
বিএনপি অরাজকতা করে নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির অবরোধ বিরোধী শান্তিমিছিলে এসব কথা জানান তারা। নেতারা বলেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, জনগণ নির্বাচনমুখী। বিএনপির ভার্চুয়াল কর্মসূচি জনগন মানছেন না বলেও জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তামান্না তাহসীন খানের প্রতিবেদন।
রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুণ অর রশিদ মুন্নার নেতৃত্বে শান্তিসমাবেশ অনুষ্ঠিত হয়। ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে আজিমপুর-লালবাগ এলাকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ।
সবুজবাগে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সবুজবাগ থানা আওয়ামী লীগ। এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটির উদ্যোগে, অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে। এতে দলীয় নেতা ও স্থানীয় কাউন্সিলরা বলেন, গণবিরোধী যে কোনো কর্মসূচিতে প্রতিহত করতে নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখবেন তারা।