বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে উঠেছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চোখ বুঁজে সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টিকা সংগ্রহের আগে থেকেই ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করছে বিএনপি, এমন মন্তব্য করেন তিনি।
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রোববার দুপুরে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণমাধ্যমকে তিনি বলেন, করোনা নিয়ে সরকারের মিথ্যা সমালোচনা করতে গিয়ে অপরাজনীতির আশ্রয় নিয়েছে বিএনপি। দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দেশব্যাপী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় পড়বে বলে আবারো হুঁশিয়ার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ঘোষিত কোনও কমিটির বিষয়ে কারও অভিযোগ থাকলে গঠনতন্ত্র অনুযায়ী, ধানমন্ডির সভাপতির কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের।