বিএনপি এখন ড. ইউনূস ইস্যুতে ভর করছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
বিদেশিদের কাছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ধরনা দিয়ে ব্যর্থ হয়ে, বিএনপি এখন ড. ইউনূস ইস্যুতে ভর করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দু-একটি রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না । ঢাকা ও কুষ্টিয়ায় আলাদা অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায় আওয়ামী লীগের সাথে আছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে বিএনপির লাভ হয়নি। হাছান মাহমুদ বলেন,৭৫ এর ১৫ আগস্টের রক্ত যাদের হাতে, তাদের প্রজন্ম নৌকার বিপক্ষে এখনও ভোট পায়।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, একটি রাজনৈতিক দলের অংশ নেয়া বা না নেয়ার উপরে নির্বাচনে প্রভাব পড়ে না। যারা দেশকে পিছনে নেয়ার কথা বলে তাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি কখনোই ভালো লাগে না
বলেও মন্তব্য করেন মাহবুব-উল আলম হানিফ।