বিএনপি এখন সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। দোষারোপের রাজনীতি পরিহার করতে পরামর্শ দেন তিনি। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন জনগণের স্বাস্থ্য নিয়ে নয়, বিএনপির রাজনীতি এখন শুধু বেগম জিয়ার চিকিৎসা নিয়ে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আপস
এসময় সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবিলায় বিএনপিকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
করোনার তৃতীয় ঢেউ আসার কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেটি হতে পারে আরও ভয়াবহ।
রাজধানীর দারুস সালাম এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
করোনা মোকাবিলার পাশাপাশি দেশের মানুষের জন্য সরকার ও দলের পক্ষ থেকে নেয়া নানা কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে, বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
পরে কয়েক হাজার দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।