বিএনপি ক্ষমতার জন্য স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধা করে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপি মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের মুখোশের আড়ালে ক্ষমতার জন্য স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধা করে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুদের সাথে হাত মিলিয়ে তারা কখনো সার্বভৌমত্বের রক্ষক হতে পারে না। এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতি ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।
সোমবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি সীমান্ত নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ দলটি তাদের শাসনামলে কোন সমস্যার সমাধান করতে পারেনি। বরং, প্রতিবেশী দেশের সাথে অবিশ্বাস আর আস্থাহীনতা তৈরী করেছে।
ওবায়দুল কাদের আশা করেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত তার প্রতিশ্রুতি রক্ষা করবে।
এদিকে, সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, পরবর্তী নির্বাচন নিয়ে কোন নাশকতার পরিকল্পনা করলে বিএনপি নিজেরই চূড়ান্ত ক্ষতি করবে।