বিএনপি ক্ষমতায় গেলে বাক-স্বাধীনতা হরণকারী সব আইন বাতিল করা হবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে বাক-স্বাধীনতা হরণকারী সব আইন বাতিল করা হবে সাফ জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্তৃত্ববাদী রাষ্ট্র কায়েম করতে সরকার ডিজিটাল আইনের নামে জনগণকে দমন-পীড়ন করছে বলেও দাবি করেন তিনি। সকালে অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মলনে অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাস্তবায়নের নামে বিরোধীদের ধড়পাকড় ও হয়রানির বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে।
বিএনপি ক্ষমতায় গেলে বাধ স্বাধীনতা খর্বকারি ও জনগণের স্বাধীনতা হরণকারী সব আইন বাতিলের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।