বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা তা ২০২৯ সালের পরে ভাবতে হবে : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
দেশের রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে কিনা, বিএনপিকে তা ২০২৯ সালের পরে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাজী আব্দুল জলিল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে বিএনপি সংসদে ১০ সিটের নিচেই আছে। লজ্জা হওয়া উচিত তাদের। বিএনপি নেত্রী এতিমের টাকা আত্মসাতের মামলায় দন্ডিত হয়ে কারাগারে বন্দী। শেখ হাসিনার মায়ার কারনে তিনি এখন বাসায় আছেন। নির্বাচন করার যোগ্যতা তার নাই। দুর্নীতির কারনে একজন কারাগারে, আরেকজন পলাতক বলেও মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।